শিরোনাম

লৌহজং প্রেস ক্লাব নবগঠিত কমিটিকে স্বাগত জানালেন দৈনিক ওলামা কন্ঠের সম্পাদক

 বিজ্প্তি্তি্তি্ত্তি্তি্্তি্ত্্

প্রেস বিজ্ঞপ্তি:

দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার সম্পাদক, লেখক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী কে. এম. নূহু হোসাইন লৌহজং প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক প্রেস বার্তায় বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কেবল সাংবাদিকরাই পারেন রাষ্ট্রের মর্যাদা অক্ষত রাখতে। সাংবাদিকতা একটি মহান পেশা। তবে একটি কুচক্রী মহল এ মহান পেশাকে বাধাগ্রস্থ করতে চায়। অপরদিকে ভুয়া মিডিয়া ও হলুদ সাংবাদিকদের আবির্ভাব হয়েছে। নামে-বেনামে নিউজ পোর্টাল খুলে তারা কার্ড ব্যবসায় মেতে উঠেছে।

ঠিক সেই মুহূর্তে লৌহজংয়ের সিংহভাগ সৎ সাহসী সাংবাদিকদের নিয়ে গড়ে উঠেছে সাংবাদিক সংগঠন। তিনি ন‍্যায়ের পক্ষে অটল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও হলুদ সাংবাদিক নির্মূলে কলম যুদ্ধ চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। সর্বোপরি লৌহজং প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সাফল্য কামনা করেছেন।

তিনি বর্তমানে কিছু সংগঠনের সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (গভ. রেজিঃ এস-৯১৬৮) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, জাতীয় সাংবাদিক ক্লাব (গভ. রেজিঃ সি-৯৫৯৩৯/১১) ঢাকা কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক, ন্যাশনাল প্রেস সোসাইটি- গণমাধ্যম ও মানবাধিকার উন্নয়ন সংস্থা (গভ. রেজিঃ এস-৭০০৬(১৯৪)/২০০৭) বাংলাদেশ সমন্বয়কারী, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি- মানবাধিকার সংস্থা (গভ. রেজিঃ এস-৩০৯১-(৫৬)/২০০৩) চট্টগ্রাম বিভাগ, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের বাংলাদেশ অধ্যায়ের মিডিয়া বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাব, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সদস্য ও অনলাইন টেলিভিশন- শাপলা টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

নিউজটি শেয়ার করুন :