বাংলাদেশ ডিজিটাল হয়েছে ঠিকই,
তবে
লৌহজং আন-ডিজিটাল রয়েগেছে।
আ.সা. আবু তালেব ঃ ডিজিটাল বাংলাদেশ। দিন বদলের পালা হলেও লৌহজং উপজেলার বিভিন্ন স্থানে রাস্তা – ঘাটের বেহাল দশার কারণে উক্ত ডায়ালগটি অর্থহীন হয়ে পড়েছে।
এতে যানবাহন ওল্টে যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ হলদিয়া ব্রীজের পশ্চিম পাশ্বের খাল সংলগ্ন বটতলা থেকে খড়িয়া নদীর পাড় পযর্ন্ত, মাওয়া চৌরাস্তা থেকে পুরাতন ঘাট পর্যন্ত, এক দোকান থেকে হলদিয়া বাজার পর্যন্ত,কাঠপট্টি থেকে কলা বাগান ফাঘের বাড়ী পযর্ন্ত মালির অংক বাজার থেকে কলকাতা ভোগদিয়া পযর্ন্ত ও ঘোড়দৌড় বাজারের জগৎবিবি কমপ্লেক্স থেকে হাজী মোহাম্মদ মোখলেছ টাওয়ার পযর্ন্ত রাস্তায় পীচ ওঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ড্রেন না থাকায় কোন কোন রাস্তায় বৃষ্টির পানি জমে রাস্তা তলিয়ে যাওয়ায় প্রায়ই ইজিবাইক ও অটো রিক্সা ওল্টে চালক সহ যাত্রী আহত হচ্ছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি?