আলাউদ্দীন জিহাদ,সোনাগাজী প্রতিনিধি :
বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আল হোসাইনীয়া ওলামা বাজার মাদ্রাসার আগামী (২২/৮/২০২০ শনিবার সকল বিভাগের ক্লাস আরম্ভ হবে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।
তাই শুক্রবারের মধ্যেই সকল শিক্ষার্থীদেরকে স্বাস্হবিধি মেনেই মাদ্রাসায় উপস্থিত হয়ে ভর্তি,সীট কিতাব গ্রহন সহ যাবতীয় কার্য সম্পাদনের আদেশ দিয়েছেন।
অএ মাদরাসার মোহতামেম ‘মাওলানা নুরুল ইসলাম [আদীব]
নিউজটি শেয়ার করুন :