আমানত উল্লাহ, রামগতি-কমলনগরঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাইর মনোনীত লক্ষ্মীপুর -৪ রামগতি ও কমলনগর আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী মুফতি মুহাম্মাদ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সকালে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বারী বাবুর কবর জিয়ারত করলেন।
এসময় তারা শফিউল বারী বাবুর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তার রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ তা’আলা যেন তার নেক আমলগুলোকে কবুল করে এবং তার গুনাহগুলো ক্ষমা করে দেন,এবং তার ছেলে সন্তান পরিবার-পরিজন আত্মীয়-স্বজনরা যেন ধৈর্য ধারণ করতে পারে সে জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি- কমলনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ ।
দোয়া মোনাজাত শেষে তার পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নেন ইসলামী আন্দোলনের নেতারা।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগতি দক্ষিণ শাখার সভাপতি ডাঃ হাসান,রামগতি উত্তর শাখার সভাপতি মাওলানা ইয়াকুব শরীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম বাসার, সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, রামগতি দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, হাফেজ নাসরুল্লাহ,উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা দিদারুল ইসলাম,
সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সেক্রেটারি, মুসলেহ উদ্দিন, রামগতি দক্ষিণ শাখার সেক্রেটারি, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুসলিম উদ্দিন নূরী, মাওলানা হুসাইন আহমদ,যুব নেতা হাফেজ আবু হানিফ, আলহাজ্ব আব্দুর রহমান, শ্রমিক নেতা আব্দুল জাহের সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।