শিরোনাম

শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী:  খাগড়াছড়িতে দোয়া মাহফিল

নুরুল কবির আরমান,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৩১মে) সোমবার বিকাল সাড়ে ৫ টায় ভেড়া শহরের কলাবাগান আদর্শ যুব সংঘে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলের আয়োজন করেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাবাগান মসজিদের ইমাম মাওলানা নুরুল কবির আরমান।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সহ সভাপতি এড. মঞ্জুর মোর্শেদ ভূইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সিনিয়র সহ সভাপতি নুরশাদ হোসেন , যুগ্ম সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক বাপ্পি দাশ সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :