শিরোনাম

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে পাথরঘাটায় ইশাছাত্র আন্দোলন’র মানববন্ধন

ওলামা কন্ঠ ডেস্ক রিপোর্ট:
যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে পাথরঘাটা উপজেলা শাখার ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন কর্মসূচি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক প্রদান।

আজ (১০ জুন ২১ ইং) বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় পাথরঘাটার প্রান কেন্দ্র রাসেলস্কয়ার গোলচত্বরে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসবে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মাদ শওকাতুল আলম রিয়াদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মুহাম্মাদ জামাল হোসের’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মোঃ আবু বক্কর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মোসাদ্দেক বিল্লাহ আল-মায়াজ, ইসলামী যুব আন্দোলন পাথরঘাটা উপজেলা সভাপতি মোঃ মনির হোসেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড পাথরঘাটা উপজেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহিম।

অন্যদের মধ্যে ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাথরঘাটা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ ইয়াছির, প্রকাশনা ও দফতর সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান জাকারিয়া, অর্থ সম্পাদক মুহাঃ আল আমীন, পাথরঘাটা পৌর সভাপতি হাঃ মুহাঃ হাসান শরিফ, রায়হানপুর ইউনিয়ন সভাপতি মুহাঃ রেজাউল করিম, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাঃ আল আমীন প্রমুখ।

মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক প্রদান করেন ইশার দায়ীত্বশীলবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :