আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে চার হোটেলকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ জরিমানা করেন। নিয়মিত বাজার তদারকির কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় শিমুলিয়া ঘাটের বসুমতি হোটেলকে সাত হাজার টাকা , নিউ রাঁধুনি হোটেলকে সাত হাজার টাকা, ভাণ্ডারী মোল্লা হোটেলকে দশ হাজার টাকা ও সোনার বাংলা হোটেলকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
হোটেলগুলোকে বিভিন্ন অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাবারের মূল্য তালিকা না থাকার কারণে জরিমানা করা হয়েছে। এ সময় উপজেলা স্যানিটারি পরিদর্শক নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি দল অভিযান কার্যক্রমে সহায়তা প্রদান করেন।
নিউজটি শেয়ার করুন :