শিরোনাম

শিমুলিয়া ঘাটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রী পারাপার হচ্ছে

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি:

প্রাণঘাতী নভেল করোনায় প্রশাসনের কড়াকড়ি নির্দেশ দিলেও মানছেনা অনেকেই। হাট – বাজারে, রাস্তা – ঘাটে কৌতুহলবশতঃ অযথা ভীড় করছে। প্রশাসন জনসচেতনার জন্য মাইকিং সহ বিভিন্ন উদ্যোগ নিয়েও সরকারি নির্দেশনা বাস্তবায়নে হিমশিম খাচ্ছে।

তেমনি দক্ষিণাঞ্চলের প্রায় ২১ লক্ষ যাত্রীর পারাপারের অন্যতম স্থান শিমুলিয়া ঘাট। পুলিশ প্রহরা সত্বেও ফরিদপুরের লোকজন এ ঘাট দিয়ে চুপিসারে সিবোটের মাধ্যমে পার হয়ে করোনায় আক্রান্ত মুন্সীগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে যাচ্ছে। আবার কেউ কেউ নারায়ণগঞ্জ, ঢাকা সহ অন্যান্য এলাকার লোকজন করোনার শহর নামে পরিচিত ফরিদপুরে যাচ্ছে। ফলে অসচেতনতা লোকজন নভেল করোনায় দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত ১৮ এপ্রিল রবিবার শিমুলিয়া ঘাটের আশেপাশে সরেজমিনে গিয়ে চন্দ্রের বাড়ি ও শিমুলিয়া ঘাটের মোচড়ের মাঝামাঝি স্থানে লোকজনের জটলা দেখাযায়। যাত্রীরা জানান, জরুরী প্রয়োজনে পরিবারের ৫ জন নিয়ে তারা শিবচরে নিজেদের বাড়ি যাবে। কথা শেষ না হতেই চোখের পলকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমির সরু পথে চুপিচুপি শিমুলিয়া ঘাট অভিমুখে যাচ্ছে। পিতা অসুস্থতার খবর পেয়ে আরো ৩ জন যাত্রী নারায়ণগঞ্জ থেকে এসেছেন ফরিদপুর যাবেন।

শিমুলিয়া ঘাটে পুলিশের চোখ এড়িয়ে কিভাবে যাবেন জানতে চাইলে মিশুক চালক তার মিশুকে ওঠিয়ে চন্দ্রের বাড়ির ভিতরের রাস্তা দিয়ে শিমুলিয়া ঘাট অভিমুখে রওয়ানা দেয়। সর্বনাশা করোনা ঠেকাতে পুলিশকে আরো কঠোর হওয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন কি?

নিউজটি শেয়ার করুন :