আ.সা.আবু তালেবঃ বাংলাদেশের সকলের সুপরিচিত যাত্রী পারাপারের অন্যতম মাধ্যম লৌহজং এর শিমুলিয়া ঘাট এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
অত্র উপজেলার হাজার হাজার যাত্রী ও দক্ষিণাঞ্চলের প্রায় ২১ লক্ষাধিক যাত্রী এ ঘাট দিয়েই গন্তব্য স্থানে পারাপার হচ্ছে। ঘাটের সন্নিকটে প্রবেশ পথে এবং তিলোত্তমা রাজধানী ঢাকার অভিমূখে যেতে এপার ওপার দু’টি রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
প্রায়ই ছোট যানগুলো ওল্টে দূর্ঘটনা ঘটছে। এতে চালক সহ যাত্রীরা মারাত্বক আহত হচ্ছে বলে স্থানীয় ব্যাবসায়ীরা আমাদের “দৈনিক ওলামা কন্ঠ’র” বিশেষ প্রতিনিধিকে জানিয়েছেন।
বাস ট্রলি, ট্রাক, মাইক্রোবাস, মাহিদ্রাসহ বড় যানবাহন কোন সময় ওল্টে মারাত্মক দূঘটনায় যাত্রীদের প্রাণহাণি ঘটতে পারে। জনবহুল এই গুরুত্বপূর্ণ বিপদজ্বনক সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার পরও কর্তৃপক্ষের কেন টনক নড়ছে না তা সচেতন মহলকে ভাবিয়ে তোলেছে।