মৃদু বাতাস বইছে আজ
সকালের হাওয়ায়,
অল্প অল্প কুয়াশাতে
শীতল ছোয়া পাই।
সোনালী রোদের আলো
সব জেগেছে উঠে আবার
এতো সুন্দর প্রকৃতি
মহান স্রষ্টার উপহার।
পাখপাখালি গাইছে গান
কিচিরমিচির করে
ফুল ফুটেছে রঙিন হয়ে
মন যেনো যায় ভরে।
নিউজটি শেয়ার করুন :
মৃদু বাতাস বইছে আজ
সকালের হাওয়ায়,
অল্প অল্প কুয়াশাতে
শীতল ছোয়া পাই।
সোনালী রোদের আলো
সব জেগেছে উঠে আবার
এতো সুন্দর প্রকৃতি
মহান স্রষ্টার উপহার।
পাখপাখালি গাইছে গান
কিচিরমিচির করে
ফুল ফুটেছে রঙিন হয়ে
মন যেনো যায় ভরে।