এম, লুৎফর রহমান, ঝালকাঠি:
পৌষের শীতে ঝালকাঠিতে বৃষ্টি হচ্ছে। শীতের এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সবাই। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি’২০) শেষ রাত থেকে রিমঝিম বৃষ্টি শুরু হয়েছে। এতে পথঘাট ভেসে যায়। বৃষ্টিতে শহরের রিকশা চালকদের ভোগান্তিতে পড়তে হয় সবচে বেশি। একেতো শীত, সেই সাথে বৃষ্টিতে শ্রমজীবিরা সবাই ভোগান্তিতে পড়েছে।
গতকাল শেষ রাত থেকেও বৃষ্টি ছিলো সকাল ১১ টা পর্যন্ত এছাড়াও উঠতি আমন ধান ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিরূপ আবহাওয়ায় নেতিয়ে পড়েছে সবাই। বৃষ্টির সাথে তীব্র শীতে দক্ষিণ জনপদের এ জেলায় নেমে এসেছে চরম ভোগান্তি।
নিউজটি শেয়ার করুন :