শিরোনাম

শুরু হতে যাচ্ছে চুনতির ১৯ দিন ব্যাপী ৫১ তম সীরাত মাহফিল

জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম থেকে:

বিশ্বের সর্ববৃহৎ সীরাত মাহফিল প্রতিবছর অনুষ্ঠিত হয় চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতির পবিত্র মাটিতে। এই মাটিতে জন্ম নেওয়া আশেকে রাসুল (স,)অলি কুলের শিরোমনি মোজাদ্দেদে মাহফিলে সিরাতুন্নবী (স,)প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ (রাহ.আ.)শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত এই ঐতিহাসিক ১৯ দিনব্যপী সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে।

শেষ হবে ৫ নভেম্বর দিবাগত রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে। মাহফিলের উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি ।
প্রতিবছরের মত মাহফিলকে তাৎপর্যময়, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক ও স্থানীয়রা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই উপলক্ষ্যে শুক্রবার ( ১৫ অক্টোবর ) দুপুরে চুনতি শাহ মঞ্জিলে সাংবাদিকদের সাথে মাহফিল পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শাহজাদা অাব্দুল মালেক ইবনে দীনার মুহাম্মদ নাজাত বলেন, ১৯ দিনব্যাপী এ মাহফিলে প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বিশিষ্ট ওয়ায়েজিন ও ইসলামী চিন্তাবিদরা অংশগ্রহণ করবেন। ৫১তম এবারের মাহফিলের বাজেট ২ কোটি ৭৫ লক্ষ টাকা। দেশের সবচেয়ে বৃহৎএবং দীর্ঘকাল (১৯ …

নিউজটি শেয়ার করুন :