শিরোনাম

শেখ নাসির উদ্দিনকে “শাপলা টেলিভিশন’র” বিভাগীয় সম্পাদক পদে নিয়োগ দেওয়া হল 

ব্রিকিং নিউজ: 

দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক শেখ নাসির উদ্দিনকে জনপ্রিয় অনলাইন চ্যানেল “শাপলা টেলিভিশন’র” সম্পাদনা পরিষদের বিভাগীয় সম্পাদক পদে নিয়োগ দেওয়া হল।

“শাপলা টেলিভিশন’র” চেয়ারম্যান কলামিষ্ট, গণমাধ্যম ও মানবাধিকার ব্যাক্তিত্ব দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার সম্পাদক কে. এম. নূহু হোসাইন’র সাক্ষরিত এক নিয়োগ নোটিশ থেকে এ তথ্য জানা যায়। তিনি এখন থেকে পদবী ব্যবহার করতে পারবেন। সাথে সাথে টিভির উন্নয়ন মূলক সকল কাজ কর্ম আঞ্জাম দিতে তাঁর কোন বাধা থাকলো না। পরামর্শ ভিত্তিক সকল কাজের অনুমোদিত দেওয়া হল।

সূত্রে বলা হয় শেখ নাসির উদ্দিন সৎ যোগ্য ও দক্ষ একজন সাংবাদিক হিসেবে ইতিমধ্যেই পরিচিত অর্জন করেছেন। বর্তমানে সাংবাদিক অঙ্গন কলুষিত হয়ে গেছে। এ সময়ে সৎ সাংবাদিক দেশের ৬৪ জেলায় প্রয়োজন। হলুদ সাংবাদিকে গোটা দেশ ছেয়ে গেছে। “শাপলা টেলিভিশন” প্রশাসন ও সরকারের সহায়তায় অসৎ ও হলুদ সাংবাদিকদের অবশান ঘটাবে, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন :