নুরুল কবির আরমান, খাগড়াছড়ি: প্রতিনিধিঃজাতীয় শোক দিবস উপলক্ষে ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং ২৮০৮)’র উদ্যোগে এতিম খানায় দোয়া মাহফিল এবং শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা শহরের ‘আল- আমিন বারিয়া’ এতিম খানায় সংক্ষিপ্ত স্মরণ সভায় জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম- সা: সম্পাদক এড. আশুতোষ চাকমা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম’র সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি প্রদীপ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক বিশ্বজিত রায়দাশ, সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আকতার হোসেন এবং জেলা আওয়ামীলীগ নেতা আবছার উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
পরে এতিমখানার পরিচালক মাওলানা মো: নুরুল হুদা’র পরিচালনায় দোয়া মাহফিল শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সকাল ১১টায় টাউন হলের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য।