রিকশাওয়ালা কৃষক মজুর,
কামার কুমার জেলে,
ঠেলাওয়ালা টেক্সিওয়ালা
সবাই বাংলার ছেলে।
তাদের শ্রমের বিনিময়ে
আমরা হয়েছি সুখী,
বিনিময়ে হয়েছে তারা
সমাজের সবচেয়ে দুঃখী।
তাদের শ্রমের মূল্য যদি
সমাজ দিতে পারতো
সবার চেয়ে বেশি সুখে
শ্রমিক ভাইরা থাকতো।
শ্রমজিবী ঘাম ঝড়িয়ে
অন্য বস্ত্র দেয়,
তাদের প্রতি বিন্দু মাত্র
কৃতজ্ঞতা নাই।
জীবন তাদের হতো সুন্দর
থাকতো তাদের মান,
করতে পারতাম যদি আমরা
শ্রমিকদের সম্মান।
নিউজটি শেয়ার করুন :