ওলামা কণ্ঠ ডেস্ক:
লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম উদ্দিন নিজ খামারে যাওয়ার সময় বান্দরবান জেলার টংকাবতি ইউনিয়নের ইউছুপ শাহার ঝিরি নামক স্থানে পৌছালে চরম্বার শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ও তার দলবল নিয়ে হত্যা করার উদ্দেশ্যে চুরি ও দা নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সাংবাদিক দের জানান ভিকটিমের পরিবার।১/৮/২০২১ ইং বেলা ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
ভিকটিম সেলিম বলেন, সন্ত্রাসী কাশেম তাঁর কাছ হতে মোটা অংকের চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে সেলিমের জায়গায় দখল করে নিবে ও তাহাকা প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। তাই সেলিম আইনের সহায়তা চেয়ে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডাইরি করেন। আবুল কাশেম ও তাঁর সহযোগিরা অভিযোগের বিষয়টি জানতে পেরে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র -সস্ত্র অতর্কিত অবস্থায় হামলা চালায়।
এ সময় আহত সেলিমের চিৎকার শুনতে পেয়ে তাঁকে বাঁচাতে আসলে তাঁদেরকেও আঘাত করেন। আহতরা হলেন প্রবাসী খোরশেদ আলম, প্রবাসী খলিলুর রহমান সুজন ও বাদশা সিকদার। তাদের কাছ থেকে নগত ১০০,০০০/(একলক্ষ টাকা) ও ব্যবহারের স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে এলাকার লোকজন তাঁদের চিকিৎসা করার জন্য লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন।
উক্ত ঘটনার বিষয়ে সেলিমের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে বান্দরবন থানায় একটি মামলা দায়ের করেন। বিবাদীরা হলেন-
১) আবুল কাশেম প্রকাশ কাশেম মেম্বার।(৫৫)
পিতাঃ মৃত অছিউর রহমান।সাং অআধার মানিক
।(২) কবির আহাম্মদ(৪২) (৩) শফিক প্রকাশ সুভালা (৪৪) (৪) নুরুল আমিন। (৪৮),
পিতা মৃত আলী হোসেন সাং লালারখিল ৯ নং ওয়ার্ড পদুয়া ইউনিয়ন। (৫) সৈয়দ আহাম্মদ(৪৪) পিতা মৃত মফজল মিয়া। সাং ওয়াহিদা পাড়া (৬) আয়ুব আলী(৩৮) পিতা ওমর আলী। সাং লালারখিল,২ নং ওয়ার্ড চরম্বা লোহাগাড়া,জেলা চট্রগ্রাম।
ভিকটিম সেলিমের স্ত্রী সুলতানা বেগম সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় অভিযোগ করেছি এবং বান্দরবান থানায় মামলা করেছি। এখনো আবুল কাশেম ও তার লোকজন প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এইসব সন্ত্রাসীদের গ্রাপ্তার পূর্বক প্রশাসনের কাছে তাদের শাস্তি দাবি করছি।