শিরোনাম

সন্ত্রাসী হামলা শিকার হকার্স সমিতির সাধারণ সম্পাদক আহাদ খাঁন সুমন

 

ভোলা প্রতিনিধি।।
পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ জুন ২০২০ রাত ০৯:০০ ঘটিকায় পাখির পুল নামক স্থানে সন্ত্রাসী হামলার শিকার হয় নতুন বাঁজার হকার্স সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ খাঁন সুমন।

সুমন জানায়…নতুন বাঁজারে গাড়ি পার্কিং করা মেয়র মহাদয়ের নিষেধ থাকা সত্তেও বিভিন্ন গাড়ি পার্কিং করে চাঁদা নেয় সবুজ ও রানা। পরে আমার কাছে চাঁদা আদায়ের অভিযোগ আসলে, বাঁজারের দায়িত্ব থাকাতে আমি তাদের বাধা দিলে আমার সাথে তাদের তর্ক বির্তক হয়।

তারই প্রেক্ষিতে ১০ জুন ২০২০ রাত ০৯:০০ ঘটিকায় পাখির পুল নামক স্থানে আমি আমার বাসা থেকে শহরের উদ্দেশে রওনা দিলে পূর্ব পরিকল্পিত ভাবে রানা তার সন্ত্রাসী বাহিনী সবুজ, পিয়াস, রাসেদ, মুন, পিনাট, এমরান আরও অজ্ঞাত নাম না জানা অনেক কে নিয়ে, আমাকে রড দিয়ে এলোপাথারী মারধর করে, মোটর বাইক ভাংচুর মুঠোফোন সহ নগদ অর্থ নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত সুমনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যায়। আহত সুমন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

নিউজটি শেয়ার করুন :