আ.স.ম. আবু তালেবঃ অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী কন্ঠস্বর জনপ্রিয় সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ। অপশক্তির নিকট মাথা নত না করে গর্জে ওঠে তেজোদীপ্ত বাঘের মতোই। আর তাই চুনোপুটি থেকে শুরু করে রাঘববোয়ালরা পযর্ন্ত দৈনিক ওলামা কন্ঠ সংবাদপত্রের নাম শুনলেই সদা সর্বদা থাকে ভীত সন্ত্রস্ত। তাদের চাপাবাজির গলা পরিণত হয়ে যায় শুস্ক কাঠের ন্যায়। চমকপ্রদ নিত্য নতুন সংবাদ সবাইকে হতবাক করে দেয়।
পুনরায় নতুন আঙ্গিকে নববর্ষ জানুয়ারী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ষোল কোটি মানুষের কন্ঠস্বর দৈনিক ওলামা কন্ঠ। প্রথম শ্রেণীর স্বনামধন্য আলেম ওলামা ও শীর্ষ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরাই দৈনিক ওলামা কন্ঠের উপদেষ্টা। তাদের সংস্পর্শে দৈনিক ওলামা কন্ঠ আরো হয়ে ওঠেছে চমকপ্রদ, আকর্ষণীয় ও পরিপূর্ণ শীর্ষস্থানীয় সংবাদপত্র।
নববর্ষ উপলক্ষ্যে আপনার সংগঠনের পক্ষ থেকে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠনের কিংবা যে কোন বিজ্ঞাপন দিন ও জনমত সৃষ্টি করে নতুন নতুন পাঠক হতে উৎসাসিত করুন।
সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সাংবাদিক হতে হলে প্রথমে হতে হবে সৎ, সাহসী ও মেধাবী। যাদের এই গুণগুলো বিদ্যমান; কেবল তারাই দৈনিক ওলামা কন্ঠ সংবাদপত্রের অফিসে সম্পাদক মহোদয় জনাব কে এম নুহু হোসাইন সাহেবের মোবাইল নাম্বার ০১৭৩৪৩৬১৫৩৭ এ যোগাযোগ করুন।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আছে হাজারো বাঁধা বিপত্তি। তাই কোন কোন সাংবাদিক স্বার্থের অথবা ভয়ের কারণে চুপসে যায়। কলম লাশের মতোই হয়ে যায় স্তব্ধ। আমি প্রায় ৩০ বছর পূর্বে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিক সংবাদপত্রে সারা বাংলাদেশের রিপোর্টার হিসেবে শেষের পৃষ্ঠায় “প্রতারণা প্রতিদিন” ও “জীবন যেখানে যেমন” শিরোনামে আকর্ষণীয় সংবাদ লিখতাম। এ কারণে উক্ত সংবাদপত্রটি জনপ্রিয় হয়ে ওঠেছিল। সম্পাদক সাহেব একদিন তার কক্ষে আমাকে লোক মারফত ডেকে আসলাম নামক আরেক সাংবাদিকের গুণ- কীর্তনের নামে অপকর্মেকে তারিফ করে জানালেন, জনাব আসলামকে সংবাদপত্রের অফিস থেকে একটি পয়সাও বেতন দেওয়া হয়না। তবুও তিনি রাজধানী ঢাকার আরামবাগে ফ্লাট বাসা ভাড়া নিয়ে আরামেই আছেন। এবার আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনিও মতিঝিল শাপলা চত্বরে কৌশলে ট্রাক চালকের নিকট থেকে ট্রাফিক পুলিশের টাকা সংগ্রহের মাত্র একটি ছবি তোলবেন। ব্যাস এর পর থেকেই আপনার পকেটে টাকা আসতে শুরু করবে। আপনি মাল কামান আমাকেও কিছু দেন।
নিঃশ্চুপ থেকে শ্রদ্ধার প্রিয় মানুষটিকে এবার ঘৃণা ভরে এক নজর দেখেই শেষ বারের মতোই বাড়ী ফিরে এলাম। মনে মনে ভাবতে লাগলাম দুনিয়ায় কি ইসলাম প্রিয়, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর কোন সংবাদপত্র নেই? বহুদিন অতিবাহিত হওয়ার পর অবশেষে মহান আল্লাহু তায়ালা আমাকে জনপ্রিয় অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী দৈনিক ওলামা কন্ঠের সন্ধান মিলিয়ে দিয়েছেন। (চলবে…)