শিরোনাম

সময়ের সাহসী সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠ (পর্ব-৯)

দৈনিক ওলামা কন্ঠ নির্ভীক, চমকপ্রদ ও অভূতপূর্ব এক অনন্য সংবাদপত্রের নাম। আলেম-ওলামা সহ সর্ব স্তরের সর্ব জনের প্রাণ প্রিয় এই সংবাদপত্রের দিন দিন দেশ-বিদেশে পাঠকের সংখ্যা বেড়েই চলেছে। দৈনিক ওলামা-কন্ঠ সংবাদপত্রের নাম শুনলে ভন্ড, বেদাতী, অপরাধী চক্র তথা রাঘববোয়ালরা পযর্ন্ত ভয়ে আঁতকে ওঠে।

এমনকি সহীহ ইসলামী রাজনৈতিক সংগঠনের নামী দামী অনেক নেতার গলা শুঁকিয়ে কাঠ হয়ে যায়, শরীর অনবরত ঘাঁমতেই থাকে, কখনোবা শরীরের রক্ত হিম হয়ে। জনপ্রিয় ও শীর্ষস্থানীয় দৈনিক ওলামা কন্ঠ বাঁধা বিপত্তি পেরিয়ে পাঠক-পাঠিকাদের মন জয় করে এগিয়ে চলেছে দুর্বার গতিতে বীর দর্পে। রূপে গুণে শোভা সজ্জিত করার নেপথ্যে রয়েছে সত্য প্রকাশে নির্ভিক এক ঝাঁক সাহসী কলম সৈনিক।

কলম সৈনিক নামক সাংবাদিকগণ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করলেও যথাযথ মূল্যবান করা হচ্ছে না। গোটা বিশ্বে হুমকি ধমকি প্রাণনাশের ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। দূঃখজনক হলেও সত্যি এ কারণেই অনেক সাংবাদিকগণ অনিচ্ছা সত্বেও অনেক খবর এড়িয়ে যান। লৌহজংয়ের একটি সংবাদ আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় সংবাদপত্র দৈনিক ওলামা কন্ঠে প্রকাশিত হওয়ার পর কাছের কোন কোন বন্ধু আমার শত্রুতে পরিণত হয়েছে। দেখা হলেই কেউ কেউ টিপ্পনী কাটতেও দ্বিধা বোধ করেনা। আবার ইসলামী আন্দোলনের কোন কোন বন্ধু সাংবাদিকতাকে অতি জঘন্য আখ্যায়িত করে ছেড়ে দিতে সবিনয় অনুরোধ করছে।

এ ধরনের হীন মন মানসিকতা পরিত্যাগ না করলে এদের দ্বারা দেশ ও জাতি কোন কিছুই আশা করতে পারেনা। এদের গ্রুপিং লবিংয়ে যারা সহযোগীতা করবে তাদের দৃষ্টিতে তারাই ভাল। আর অন্যরা খুবই খারাপ। এ কারণেই এদের দ্বারা ইসলাম সমাজ তথা রাষ্ট্রে প্রতিষ্ঠা করা কোন দিনই সম্ভব নয় বলে সচেতন মহল মনে করছেন।

আমরা দেশ জাতি তথা ইসলামের স্বার্থে এ ধরনের মনোভাব কার্যকলাপ পরিহার করার আহ্বান জানাচ্ছি।

লেখক-
আ স ম আবু তালেব

নিউজটি শেয়ার করুন :