লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা তরুণ লীগের আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন চন্দ্রগঞ্জ বাজার ইজাড়া নেয়ার সুবাধে গরু হাঁটার মোড়ে পানি নিস্কাসনের জন্য নির্ধারিত সরকারি ড্রেনটি দখল করে দোকান নির্মাণ করে ভাড়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন জানান, বাজারের সরকারি সম্পত্তি অনেকেই দখল করে রেখেছে তিনি একা নন।
জাহাঙ্গীর আরো জানান, সামান্য আয়ের জন্য তিনি দোকানটি নির্মাণ করে ভাড়া দিয়েছেন। সরকার চাইলে তিনি দখল ছেড়ে দিবেন।
এব্যাপারে চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ বলেন, বাজারের ড্রেন দখল করে দোকান নির্মাণের বিষয়টি আমার জানা নেই। যেহেতু আপনাদের মাধ্যমে জেনেছি, এখন তাকে জিজ্ঞাসা করব।
নিউজটি শেয়ার করুন :