শিরোনাম

সরকারি ত্রাণ না পাওয়ায় আক্ষেপে কর্মহীন শ্রমিকদের সড়ক অবরোধ!

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ:

সরকারি ত্রান সামগ্রী না পাওয়ায় আক্ষেপে কর্মহীন দিনমজুর শ্রেণির শ্রমিকেরা রাস্তা অবরোধ করেছে।

শুক্রবার (১০ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলা কচুবাড়ি তিয়াস তিমু পাম্পের সামনে স্থানীয় প্রায় ৩ শতাধিক এলাকাবাসী রাস্তা অবরোধ করে।

এলাকাবাসীর দাবি, করোনাভাইরাস মোকাবিলায় সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়ে এ পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী পায়নি। এমতাবস্থায় তারা অনেকে না খেয়ে আছে। এ জন্য বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছে।

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন ঘটনা স্থলে এসে এলাকাবাসীর সাথে কথা বলে তাদের ত্রাণ সামগ্রী সহযোগিতা করার আশ্বাস দিলে স্থানীয়রা ফিরে যান।

অবরোধের বিষয়টি জানতে পেরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুটুো ঘটনা স্থলে এসে স্থানীয়দের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান, আপনারা কেউ না খেয়ে থাকবেন না।

নিউজটি শেয়ার করুন :