আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি: লৌহজং উপজেলার সকল শপিংমল ও গার্মেন্টস ব্যবসার সাথে সম্পৃক্ত সকল দোকান মালিকদের প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে শপিং এবং অন্যান্য কেনাকাটা সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় সরকারী নির্দেশনা মানতে আহ্বান জানিয়েছেন লৌহজং উপজেলা প্রশাসন।
আজ ১৫ মে শুক্রবার সকাল ১১ টায় লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং অত্র উপজেলা করোনা প্রতিরোধ কমিটির স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভা শেষে উক্ত আহ্বান জানানো হয়।
উল্লেখ্য যে, গত ১৪ মে বৃহস্পতিবার ঘোড়াদৌড় বাজার পরিদর্শনকালে সাধারণ মানুষের মধ্যে এবং দোকানদারদের মধ্যেও করোনা ভাইরাস সম্পর্কে কোন সচেতনতামূলক কার্যক্রম শৃংখলা না দেখে অত্যান্ত দুঃখ ও হতাশ হয়েছেন লৌহজং উপজেলা প্রশাসন। তাই দেশ ও জাতির স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে আবারো আহ্বান জানানো হয়।
আমাদের রিপোর্টার আজ সকাল ১১ টায় লৌহজং থানার সম্মুখে রাস্তায় স্বাস্থ্যবিধি অমান্য করায় যাত্রী ভর্তি ছোট ছোট যানগুলোকে আটকিয়ে যাত্রী নামিয়ে দিয়ে চালককে সাবধান করতে দেখেন। কয়েক গজ দূরে ঘোড়দৌড় বাজার কমিটি করোনার ঝুঁকি এড়াতে ক্রেতাদের বাজারে প্রবেশ ও বাহির হতে বাঁশ বেঁধে রাস্তা করে দিলেও মানছেনা অনেক ক্রেতা।গা ঘেসাঘেসি করে ওল্টো পথে যাচ্ছে ও আসছে।