মোঃ গিয়াস উদ্দিন সিলেট থকেঃ যার হাত ধরে আমার সাংবাদিকতায় আসা।যার স্নেহ আন্তরিক ভালবাসায় জাতীয় পত্রিকায় সুযোগ পেয়েছি, তিনি হলেন সাপ্তাহিক বাংলার মাটি পত্রিকার সম্পাদক ও জাতীয় দৈনিক মুক্তমত পত্রিকার সিলেটে জেলা প্রতিনিধি ও সিলেট সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আকলিছ আহমদ চৌধুরী।গত মঙ্গলবার ব্রেইনস্টোক করেন।পরে তাকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। তার অবস্থা খুব গুরুতর। তার ডান হাত ও পা অবস হয়ে গেছে। তাই তার সুস্ততার জন্য দেশ বাসির কাছে দোয়া চাই।
নিউজটি শেয়ার করুন :