নওগাঁ প্রতিনিধি: সাংবাদিক পরিচয়ে চাঁদা উত্তোলনের সময় উপজেলা যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী মমতাজ বেগম সাথী আবারো আটক হয়েছেন। জানা যায়, রাজশাহীতে কাজী অফিসে চাঁদা নিতে গিয়ে দুই কাথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালির দেওয়ানপাড়া মোড়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি পরিচয়দাতা নারী সাংবাদিক মমতাজ বেগম ওরফে সাথি (৩২)। তার স্বামীর নাম রাসেদুজ্জামান। অপরজন আতিকুর রহমান (২৭) বাংলাদেশ সমাচার রাজশাহী প্রতিনিধি পরিচয় দানকারী। নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ১২ রাস্তার মোড়ে বাড়ি ভাড়া করে থাকেন বলে জানা গেছে। সম্পর্কে তারা আপন ভাই বোন বলে
পুলিশ জানায়। কাজি আসাদুল ইসলাম জানান, গত ১৫-২০দিন আগে সাংবাদিক পরিচয়দানকারী সাথি ও আতিকুর রহমান তার অফিসে এসে বলে, আপনি বাল্য বিবাহ্ দেন। এছাড়াও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে আছে।
খরচ না দিলে নিউজ করে দেবে। বিপদে পড়বেন আপনি। তাদের কথায় ভয় পেয়ে ৭০০ টাকা দেন কাজি। কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান জানান, সাংবাদিক পরিচয় দিয়ে কাজী অফিসে চাঁদাবাজির সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কাজী আসাদুল ইসলাম প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা করেছেন।
উল্লেখ্য যে, গত বছর চাঁদাবাজীর কালে নওগাঁর নজিপুর পৌর এলাকায় বিভিন্ন মিষ্টান্ন ও বেকারী কারখানাতে সাংবাদিকের পরিচয়ে মমতাজ সাথী সহ তার ক্যামারা পারসন এক ব্যক্তিকে জনতা হাতেনাতে আটকের পর নওগাঁর পত্নীতলা থানা পুলিশকে হস্তান্তর করা হয়। এ খবরটি বিভিন্ন জাতীয় দৈনিক ও টিভি চ্যানেল এবং ওনলাইন মিডিয়াতে প্রচার হলে পরে ওই ঘটনায় জেলার রাণীনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি পদ হতে মমতাজ বেগম সাথী বহিস্কার হন।