শিরোনাম

সাংবাদিক মুজাক্কির হত্যার তীব্র প্রতিবাদে লৌহজং প্রেসক্লাবের মানববন্ধন

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধি ঃ- সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে লৌহজং প্রেস ক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২মঙ্গলবার (২ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে লৌহজং প্রেস ক্লাবের নিকটে লৌহজং উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মানিক মিয়ার পরিচালনায় ও সভাপতি মিজানুর রহমান ঝিলু’র সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান ঝিলু(দৈনিক সমকাল), সাধারন সম্পাদক মো.মানিক মিয়া(৭১ টেলিভিশন), সহ-সভাপতি মো.শওকত হোসেন(দৈনিক নব অভিযান), সহ-সম্পাদক মো. রাকিব শেখ (দৈনিক তরুন কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মো. তাইজুল রাকিব(দৈনিক মুন্সীগঞ্জের খবর), আ স ম আবু তালেব (দৈনিক ওলামা কন্ঠ ও দৈনিক স্বাধীন বাংলাদেশ), মো. ইমন(দৈনিক মুন্সীগঞ্জের কাগজ) এবং অন‍্যান‍্য সাংবাদিকগণ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির, এটিএন বাংলার সাংবাদিক সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অবিলম্বে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন :