ওলামা কন্ঠ ডেস্ক: চট্্টগ্রাম -৮ আসনের সাংসদ বীর মুক্তযোদ্ধা আলহাজ মাঈন উদ্দিন খান বাদল আজ সকালে ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি তিনবারের সংসদ সদস্য ছিলেন। বাগ্মীতা আর তথ্যবহুল বক্তব্যের জন্য বাদলের সুখ্যাতি সর্বজনবিদিত।
কালুরঘাট সেতুর সেই আল্টিমেটাম বাস্তবায়নের আগেই চলে গেলেন বর্ষিয়ান রাজনৈতিক এম.পি বাদল।
বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদল অাজ বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ বাংলাদেশ সময় সকাল ৪টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গলুরের নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
তিনি গত ১৮ অক্টোবর থেকে সেখানে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ববধানে চিকিৎসাধীন ছিলেন।
দ্রুত সময়ের মধ্যে মরহুমের মৃতদেহ বাংলাদেশে আনা হবে।
নিউজটি শেয়ার করুন :