শিরোনাম

সাঈদীর ব্যাপারে আল্লামা মামুনুল হক সাহেবের  বক্তব্যের যৌক্তিকতা: মুফতি রিজওয়ান রফিকী

ওলামা কন্ঠ ডেস্ক: আমাদের সকলের উচিৎ মাজলুমের পক্ষে কথা বলা। মজলুম যে মতবাদেরই হোক না কেন সেটা সমর্থনযোগ্য নয়।

সেদিন বেগম জিয়ার মুক্তি চেয়ে মুফতী ফয়জুল করিম সাহেব হাফি: এর দেয়া বক্তব্যটি শুনে অনেক ভালো লেগেছিল। একজন নেতার মানোসিকতা এমনই বিস্তৃত হওয়া দরকার। যার পরিচয় মুফতী সাহেব হুজুর দিয়েছেন।

তেমনি ভাবে সম্প্রতি সময় উস্তাযে মুহতারাম আল্লামা মামুনুল হক (হাফি:) জামাআত নেতা মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদী সাহেবের মুক্তি চেয়ে লাইভে বক্তব্য দিয়েছেন। এটাও উনার বিস্তৃত মনের পরিচয়।ভিন্নমতাবলম্বী এক মজলুমের মুক্তি চাওয়া মানেই যদি হয় দালালী, তাহলে উদারতার অর্থ কি থাকে আর?

হ্যাঁ! আমরা হয়তো জামাআতে ইসলাম সাপোর্ট করি না,তবে কোন বয়োজ্যেষ্ঠ মজলুম আলেমের মুক্তি চাওয়া কোন অপরাধও মনে করি না। আর একজন মানুষের সব যে আপনার পছন্দ হবে বিষয়টি এমনও তো নয়।

অতএব বেগম জিয়ার মুক্তি চেয়ে মুফতী ফয়জুল করিম সাহেব যেমন উদার মনের পরিচয় দিয়েছেন,তেমনি সাঈদী সাহেবের মুক্তি চেয়ে উস্তাযে মুহতারাম মামুনুল হক সাহেব হুজুরও বিস্তৃত মনের পরিচয় দিয়েছেন।

অতএব আপনারা কিভাবে বিষয়টি দেখবেন জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে উভয়কেই মনের গহীন থেকে এ বিষয়টির জন্য ধন্যবাদ জানাতে বাধ্য হলাম। ইসলামকে সর্ব মহলে এভাবেই ফুটিয়ে তুলুন।আমরা আছি আপনাদের সাথে। ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন :