সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বদিকোনায় সাদ পন্থীদের এক আয়োজনকে ঘিরে এ থমথমে অবস্থা। ঢাকার টঙ্গীতে তাদের ইজতেমা শেষ হওয়ার পরে তারা সিলেটে ইজতিমা করার সিদ্ধান্ত নেয়। এবং ইজতিমার নামে তারা ব্যাপক প্রচারণাও চালায়।এতাআতিদের বরিশালের একটি জামাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নংফতেজপুর ইউনিয়নে সিলেটের ইজতিমার দাওয়াতি কাজ করে। এবং মানুষকে সিলেটের ইজতিমায় শরিক হতে দাওয়াত দেয়।
কিন্তু এতাআতিদের সিলেট জেলার দায়িত্বশীলরা প্রশাসনের কাছে দোয়া মাহফিল বলে অনুমতি দেয়। দোয়া মাহফিল ধর্মীয় কাজ হিসেবে প্রশাসন তাদের অনুমতি দেয়। বদিকোনার এই মাহফিল করতে তারা ধোঁকাবাজির আশ্রয় গ্রহণ করে। বেশি মানুষের সমাগমের জন্য সাধারণ মুসলমানদের তারা ইজতিমার দাওয়াত দেয়। আর টঙ্গীতে ইজতিমা হওয়ার দরুন নতুন ইজতিমার অনুমতি মিলবেনা ভেবে প্রশাসনের কাছে দোয়া মাহফিল বলে অনুমতি নেয়।
পরবর্তীতে তারা এই আয়োজনকে বিশ্ব ইজতিমা বলে ফেইসবুকে প্রচারণা চালায়। এতে আলেম সমাজ ও সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে সেখানে অবরোধের ডাক দেয়। এতে মারমুখী অবস্থা বিরাজ করে।