শিরোনাম

সারাদেশে করোনায় মৃতদের জানাযা দাফনের জন্য “ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন” গঠন: মিজবাহ

ডেস্ক রিপোর্ট : মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশসহ গোটা বিশ্ব যখন আতংকিত এ অবস্থায় মানবতার কথা বিবেচনা করে যুবকদের আইডল, খতিবুল ইসলাম মুফতী হাবিবুর রহমান মিছবাহ- সারাদেশে করোনায় মৃতদের জানাযা দাফনের ব্যবস্থা গ্রহনের জন্য “ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন” গড়ে তুললেন।

কেন্দ্রীয় কমিটি

ঢাকা সিটির যে কোনো জায়গায় থেকে খবর দিলে উপস্থিত সংগঠনের কর্মীরা সেখানেই টিমসহ উপস্থিত হবেন বলে জানান। সারাদেশে জেলাভিত্তিক ১৫ জনের একটি করে টিম হবে। টিম গঠনের পর নিয়ম কানূন বলে দেওয়া হবে।

যারা কাজ করতে আগ্রহী তারা তাদের মেইল করুন অথবা যোগাযোগ নাম্বারে ফোন করুন। মনে রাখবেন, খবরের শিরোনামে আসার জন্য নয়, কাজ করতে পারবেন এমন আত্মত্যাগী কিছু মানবতাদরদী স্বেচ্ছাসেবক দরকার সংগঠনের।

টিমপ্রধান হওয়ার মতো আগ্রহ ও ত্যাগী হলে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করুন। টিমপ্রধানের ক্ষেত্রে কওমী মাদরাসার মুহতামিম ও নাযেমে তালিমাতদের প্রাধান্য দেওয়া হবে।

পরবর্তি কার্যক্রম ফোনে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। দাফন-কাফনে স্বেচ্ছাসেবকের যা যা লাগবে তার ব্যবস্থা ও সার্বিক নির্দেশনা সংগঠন দিবে। অতএব এ নিয়ে টেনশনের কিছু নাই।

করোনায় মৃত দাফন-কাফন তদারকি কেন্দ্রীয় টিম

— মুফতী হাবিবুর রহমান মিছবাহ (টিম প্রধান)
— মাওলানা রুহুল আমীন সাদী
মোবাইল : ০১৮৮৬-৫৫০১০০
— মুফতী মুহিব্বুল্লাহ
মোবাইল : ০১৭১৬-৭৩৭২০১
— মাওলানা জিয়াউল আশরাফ
মোবাইল : ০১৮৩৭-০৩৬২২৫
— মাওলানা এহসান সিরাজ
মোবাইল : ০১৯২১-১৯৪৬৯৯
— মুফতী আব্দুর রহমান কোব্বাদী
মোবাইল : ০১৮৮৯-১৭৮১৮৩
— ইতিয়াজ উদ্দীন সাব্বির
মোবাইল : ০১৯২৪-৭৮৭১৫৬

ঢাকা সিটিতে দাফন-কাফনে সরাসরি অংশগ্রহণকারী যৌথ টিম

ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন থেকে—
মুফতী হাবিবুর রহমান মিছবাহ
— মুফতী মুহিব্বুল্লাহ
মোবাইল : ০১৭১৬-৭৩৭২০১
— মুফতী আব্দুর রহমান কোব্বাদী
মোবাইল : ০১৮৮৯-১৭৮১৮৩
— ইতিয়াজ উদ্দীন সাব্বির
মোবাইল : ০১৯২৪-৭৮৭১৫৬

আল-মাদানী ফাউন্ডেশন থেকে—
— কাউছার আহমদ ফরাজী
মোবাইল : ০১৮৩০-০৫৫৯৯৭
— রাকিবুল ইসলাম রাকিব
মোবাইল : ০১৯১১-৩০৪৭৫৯
— ইয়াসিন আরাফাত
মোবাইল :
— তরিকুল ইসলাম তুষার
মোবাইল : ০১৭৮০-৪২৯৫৩৬
— মুহাম্মদ ফয়েজ উল্লাহ
মোবাইল : ০১৯১৫-১১৯২৭৩

যোগাযোগের বিশেষ টিম :
— মাওলানা রুহুল আমীন সাদী
মোবাইল : ০১৮৮৬-৫৫০১০০
— মাওলানা জিয়াউল আশরাফ
মোবাইল : ০১৮৩৭-০৩৬২২৫
— ইতিয়াজ উদ্দীন সাব্বির
মোবাইল : ০১৯২৪-৭৮৭১৫৬

মেইল : [email protected]
মোবাইল : ০১৮৮৬-৫৫০১০০, ০১৮৩৭-০৩৬২২৫, ০১৯২৪-৭৮৭১৫৬

নিউজটি শেয়ার করুন :