শিরোনাম

সাহিত্যচর্চায় নিরলস অবদানে সংগঠন সম্মাননা পেলেন সাহিত্য সংগঠন হিফুসাকা

নিজস্ব প্রতিবেদক :

গত ১৭জানুয়ারি ঢাকা, চৌরাস্তা কাঁটাবন কবিতাক্যাপে অনুষ্ঠিত অসাক অভিষেক ও আন্তর্জাতিক সাহিত্যনবন্ধন মিলন মেলায়, হিফুসাকা কে এই সম্মাননা তুলে দেন।
সাহিত্যে নিরলস সাহিত্যচর্চা দেওয়ার অবদানে
হিফুসাকা পরিবার দ্বিতীয় বারের মত এই সাংগঠনিক সম্মাননা পেয়েছেন,
গত ১২ই ডিসেম্বর ‘কে কেবি প্রতিষ্ঠা বার্ষিকী ও ঐক্য ফোরাম গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে হিফুসাকা পরিবার অনুপস্থিত থাকায় অসাক অনুষ্ঠানে তা তুলে দেওয়া হয়,

সম্মাননা গ্রহণ করেন ক হিফুসাকার সম্মানিত কর্ণধার কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইলিয়াস মোহাম্মদ নিহাদ।

হিফুসাকার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আমির বিন সুলতান জানিান এই সম্মাননা পাওয়ার বিশেষ অবদান রেখেছেন হিফুসাকার উপদেষ্টা বিচারক মহোদয়গণ ও হিফুসাকার এডমিন মডারেটরগণ, যারা নিরলস সময় দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রতি এই সম্মাননা উৎসর্গ করা হলো। সেই সাথে তিনি কেকেবি ও ঐক্য ফোরাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন :