শিরোনাম

সিটি নির্বাচনে আ.লীগ-বিএনপির পরেই ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের রাজনীতিতে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবারের ঢাকা সিটি নির্বাচনেও এর প্রতিফলন দেখা গেছে।

ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে ভোট পাওয়ার দিক থেকে আওয়ামী লীগ ও বিএনপির পরের অবস্থানেই রয়েছে ইসলামী আন্দোলন। দুই সিটিতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন দলটির দুই মেয়রপ্রার্থী পেয়েছেন মোট ৫৪ হাজার ৭২৫ ভোট। ভোট পাওয়ার দিকে থেকে এ নির্বাচনে তারা তৃতীয় স্থানে রয়েছে।

যেখানে ৮ লাখ ৭১ হাজার ৮০৬ ভোট নিয়ে প্রথম স্থানে রয়েছে আওয়ামী লীগ। ৫ লাখ ৬৭৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট , বিএনপির ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট।

এছাড়া গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, জাতীয় পার্টির মো. সাইফুদ্দিন ৫ হাজার ৫৯৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. বাহারানে সুলতান বাহার ৩ হাজার ১৫৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আকতারুজ্জামান (আয়াতুল্লাহ) পেয়েছেন ২ হাজার ৪২১ ভোট পেয়েছেন।

আর উত্তর সিটিতে আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হক পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ৩ হাজার ৮৫৩ ভোট এবং পিডিপির শাহীন খান পেয়েছেন ২ হাজার ১১১ ভোট।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ও বিএনপির চেয়েও বেশি, অর্থাৎ সর্বোচ্চ প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৯৮টি আসনের মধ্যে ২৯৭টিতেই তাদের প্রার্থী ছিল। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে তারা চতুর্থ সর্বোচ্চ ভোট পেয়েছিল।

এর আগে ঢাকার উত্তর সিটির উপনির্বাচন ও দক্ষিণ, খুলনা, গাজীপুর, রংপুর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তাদের মেয়রপ্রার্থীরা তৃতীয় স্থান অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন :