শিরোনাম

সিরিজ হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও সেভাবে লড়াই করতে পারল না বাংলাদেশ। প্রথম দুই ম্যাচই জিতে শ্রীলঙ্কা জিতে নিল সিরিজ। ৪৪ মাস পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল লঙ্কানরা।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এক পর্যায়ে ৬ উইকেট হারিয়েছিল ১১৭ রানের মধ্যে। মুশফিকুর রহিমের অপরাজিত ৯৮ রান দলকে এনে দেয় মাঝারি পুঁজি। তবে সেই রান নিয়ে শেষ পর্যন্ত সেভাবে লড়াই জমিয়ে তুলতে পারল না বাংলাদেশ। আভিশকা ফার্নান্দোর দুর্দান্ত ইনিংস লঙ্কানদের এগিয়ে নেয় জয়ের পথে। বাকি কাজ সেরেছেন মেন্ডিস-ম্যাথিউস।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৮/৮ (তামিম ১৯, সৌম্য ১১, মিঠুন ১২, মুশফিক ৯৮*, মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১১, মোসাদ্দেক ১৩, মিরাজ ৪৩, তাইজুল ৩, মুস্তাফিজ ২*; ধনাঞ্জয়া ১০-০-৩৯-০, প্রদিপ ১০-০-৫৩-২, উদানা ১০-০-৫৮-২, কুমারা ১০-০-৪২-০, দনাঞ্জয়া ১০-০-৩৯-২)।

শ্রীলঙ্কা: ৪৪.৪ ওভারে ২৪২/৩ (ফার্নান্দো ৮২, করুনারত্নে ১৫, কুসল পেরেরা ৩০, কুসল মেন্ডিস ৪১*, ম্যাথিউস ৫২*; মিরাজ ১০-০-৫১-১, শফিউল ৫-০-২৯-০, তাইজুল ১০-২-৩৫-০, মুস্তাফিজ ৮-০-৫০-২, মোসাদ্দেক ৭-০-৩২-০, সাব্বির ২.৪-০-২০-০ , সৌম্য ২-০-১৬-০)।

ম্যাচ ও সিরিজ জয় শ্রীলঙ্কার:

কুসল পেরেরা আউট হওয়ার পর খানিকটা যা সম্ভাবনা জাগাতে পেরেছিল বাংলাদেশ, তা একটু একটু করে হারিয়ে গেছে কুসল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে। দুজনের জুটিতেই জিতে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে লঙ্কানরা নিশ্চিত করেছে সিরিজ জয়ও।

অবিচ্ছন্ন চতুর্থ উইকেট জুটিতে মেন্ডিস ও ম্যাথিউস তুলেছেন ৯৬ রান। দলকে জয় এনে দেওয়া বাউন্ডারিতে ফিফটিও করেছেন অভিজ্ঞ ম্যাথিউস। অপরাজিত ছিলেন ৫৭ বলে ৫২ রানে। ৭৪ বলে অপরাজিত ৪১ মেন্ডিস।

নিউজটি শেয়ার করুন :