গিয়াস উদ্দিন, সিলেট প্রতিনিধিঃ
৩০ ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
সোমবার (৩০ডিসেম্বর) দুপুরে সিলেট রেজিষ্টারি মাঠে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তি, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। এবং সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এসময় তারা কালো ব্যাজ ধারণ করে কালো পতাকা উত্তোলন করেন। এছাড়াও ৩০ ডিসেম্বরকে গণতন্ত্রের জন্য কালো দিবস উল্লেখ করে নগরীতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।
নিউজটি শেয়ার করুন :