গিয়াস উদ্দিন, সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াখেলে উক্ত উচ্চ বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়। নয়াখেল থেকে অন্যান্য উচ্চ বিদ্যালয় অনেক দূরে থাকার কারনে এই বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য বিদ্যালয় গুলো অনেক দূরে থাকার কারনে নয়াখেল ও এলাকার ছাত্র/ ছাত্রীদের যাতায়াতে অনেক কষ্ট হয়। ফলে অনেক ছাত্র ছাত্রী লেখা- পড়া বাদ দিয়ে দেয়। আবার অনেক নিয়মিত স্কুলে যায় না।
তাই তুলনামূলক ভাবে ঐ এলাকায় শিক্ষারহার কম।তাই ঐ এলাকায় শিক্ষার হার বৃদ্ধির জন্য নয়াখেল উচ্চ বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সেচ্চাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন আহমেদ, সমসির আহমদ, হাবিবুর রহমান, হাফিজ ইসহাক প্রমূখ।