শিরোনাম

সিলেট প্রবাসীদের ইবনে সীনা হাসপাতালকে বয়কটের আহবান

 

গিয়াস উদ্দিন সিলেট জেলা প্রতিনিধিঃ
কোরোনাভাইরাসের এই দিনে বাংলাদেশে সবচেয়ে বড় আতঙ্কের নাম ‘প্রবাসী’। গত দুই মাস ধরে প্রবাসীদের নিয়ে যা হচ্ছে, তা কোনোভাবেই মানবিক বাংলাদেশে কাম্য নয়।

দেশের সচেতন নাগরিক, যারা মানুষের সেবা করেন; সেই ডাক্তারদের চেম্বারে,হাসপাতালেও নোটিশ ঝোলানো হয়েছে- ‘এখানে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের প্রবেশ নিষেধ।
আজ চোখে পড়লো সিলেটের ইবনে সীনা হাসপাতালের নোটিশ যা দেখে একজন প্রবাসী এবং সিলেটে বাড়ি হিসেবে অনেক কষ্ট পেয়েছি।অথচ এই ইবনে সিনা হাসপাতাল লন্ডন আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রবাসী এবং তাদের ফ্যামেলির রোগিদের টাকা চিকিৎসার নামে আত্মসাৎ করে এপর্যন্ত এগিয়েছে।

অথচ আজ প্রবাসীদের দুর্দিনে যেখানে প্রবাসী এবং প্রবাসীদের ফ্যামেলির জন্য বিশেষ ছাড় দেওয়ার কথা, সেখানে প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ।

ইবনে সীনা হাসপাতালের এমন নোংরা অমানবিক কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সিলেটের সকল প্রবাসীদের আহবান করবো সবাই প্রতিবাদের ঝড় তুলুন।
এই ইবনে সিনা হাসপাতালকে বয়কট করুন।এই হাসপাতাল নামক খসাইখানায় থুথু নিক্ষেপ করুন।সিলেটে হাসপাতালের অভাব নেই। সুতরাং এই ডাকাত হাসপাতালকে সিলেটের সকল প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে বয়কট করুন।

নিউজটি শেয়ার করুন :