এম.এস আরমান, নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে তার নির্বাচনীয় এলাকায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারনে দিন মজুর,খেটে খাওয়া মানুষের দৈনন্দিন খাদ্য সংকট ও পবিত্র মাহে রমজানের কথা বিবেচনা করে ২২শত পরিবারে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (২০ এপ্রিল’২০) সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ইফতার সামগ্রী ইউনিয়ন প্রতিনিধিদের হস্তান্তর করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা।
মেয়র আবদুল কাদের মির্জা বলেন আমরা চাই দল মত নির্বিশেষে সকল অসহায় খেটে খাওয়া মানুষের হাতে হাতে পৌচে যাক মাননীয় মন্ত্রী মহোদয়ের পাঠানো ইফতার ও খাদ্য সামগ্রী।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কোম্পানীগঞ্জের প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে রমজান ও ঈদ সামগ্রীসহ খাদ্য সহায়তা প্রদান করা হবে।
এজন্য প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরকে সমন্বয় করে অসহায় পরিবারের খোঁজ খবর নেয়ার নির্দেশনাও দেন মেয়র আব্দুল কাদের মির্জা।