এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উন্নয়নের জোয়ারের সাথে মিশ্রিত এক নাম ফখরুল ইসলাম রাহাত,বাংলাদেশ আয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এর ভাগিনা ফখরুল ইসলাম রাহাত, পেশা গত ব্যাংক কর্মকর্তা হলেও রাজনিতীর মাঠে খুব পরিচিত ও জনপ্রিয় মুখ ফখরুল ইসলাম রাহাত, সরাসরি রাজনিতীর সাথে সম্পৃক্ত না থাকলেও তার মেধা ও আন্তরিকতার যোগ্যতায় আওয়ামী পরিবারের ছোট বড় সকলের কাছে আস্থাবাজন যোগ্য ব্যক্তিত্ব হিসেবে প্রথম শারিতে উঠে এসেছেন খুব অল্প সময়ের ব্যবধানে।
তার এই অর্জন ও যোগ্যতা কিছু মানুষের পথের কাঁটা হওয়ায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে অপপ্রচার ও মিথ্যে দূর্নাম ছড়ানো সহ প্রতিহিংসায় লিপ্ত থাকা ব্যক্তি গুলো কিছুদিন যাবৎ ফেসবুকে অপপ্রচারে অংশ নিয়েছে, বিষয়টি প্রথম অবস্থায় সাভাবিক মনে করলেও অতিরঞ্জিত অপপ্রচারে গতকাল কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফখরুল ইসলাম রাহাত, ডায়রি নং ১১৮৫।
উক্ত ডায়েরিতে উল্লেখ করাহয় গত ২৬ অক্টোবর১৯ তারিখ থেকে ফেসবুকে “কোম্পানীগঞ্জ বার্তা” ও Shaalam Salim নামের আইডি থেকে বিভিন্ন অপপ্রচার চালানো হয়, Shaalam Salim এই আইডিটি সৌদি আরব থেকে পরিচালনা করেন চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর রৌশন মাঝি বাড়ির মাফুজ আলমের ছেলে সেলিম,
তিনি ডায়েরিতে উক্ত অপপ্রচার কারীদের সনাক্ত করার মাধ্যমে গ্রেপ্তারের অনুরোধ জানান।