আলাউদ্দীন জিহাদ, সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজী মুহুরী রেগুলেটর সংলগ্ন কলমির চরে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গতকাল (৮ জুলাই ২০২০) বুধবার সন্ধ্যায় তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন আক্তার জানান, মুহুরী রেগুলেটর সংলগ্ন থাক খোয়াজের লামছি ও সোনাপুর মৌজার কলমির চরে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাছির উদ্দিন কে দুই মাস ও তার সহযোগী মো: রিপন ও মিরাজ কে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার উপ পরিদর্শক (এস আই) হাবিবুর রহমান চৌধুরী।
নিউজটি শেয়ার করুন :