শিরোনাম

সোনাগাজীতে মুজিব বর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

আলাউদ্দীন জিহাদ, সোনাগাজী প্রতিনিধিঃ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার মতিগঞ্জ আর,এম,হাটকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ(21 জুলাই) মঙ্গলবার  বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা গোলাম সারওয়ার, মতিগঞ্জ আরএমহাটকে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মিজানুর রহমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর এমরান, সংগঠনের পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন,  মতিগঞ্জ ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম শাহিন, উপজেলা ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন, চর মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সেন্টু, বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম রুবেল, মঙ্গলকান্দি ইউনিয়নের সভাপতি নোমান, চরদরবেশ ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর আলম, চরচান্দিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল, সদর ইউনিয়নের সভাপতি সুমন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের সহ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ভাইয়ের সহযোগীতায় আমরা উপজেলার বিভিন্ন ইউনিটের মাঝে প্রাথমিক ভাবে দুই হাজার চারা বিতরণ করেছি। পর্যাক্রমে ৫হাজার চারা বিতরণ ও রোপন করা হবে। তিনি আরো বলেন, এ কর্মসূচির মাধ্যমে“মুজিব বর্ষের অঙ্গিকার তিনটি করে গাছ লাগান” স্লোগানের বাস্তবায়নও হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :