শিরোনাম

সোনাগাজীতে যুবকের অশ্লীল ভিডিও ধারণ করে প্রান নাশের হুমকি!

সোনাগাজী (নোয়াখাল) প্রতিনিধিঃ

সোনাগাজীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে নূরুল আবসার (২৬) নামে এক যুবককে অশ্লীল ভিডিও ধারণ করে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। ৩সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের আবদুল হক মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে শরিবার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা সংবাদ সম্মেলন করেন আহত যুবকের বড় ভাই মো. হারুনুর রশিদ। সোনাগাজী পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি অভিযোগ করেন, তাদের সাথে একই বাড়ির জাবেদ ও নজরুল ইসলাম গংদের সাথে নিয়ে বিরোধ চলে আসছে।

(৩ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জের ধরে জাবেদ, নজরুল ইসলাম কাজী, তার ভাই আবু বক্কর ছিদ্দুক দুলাল, ভাড়াটে সন্ত্রাসী নূর হোসেন ছোটন ও মো. পারভেজ সহ ১০-১২জন সশস্ত্র সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে তার বসত ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় তাকে উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করে, মুখে কাপড় দিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে ডান হাতের দুটি আঙুল ভেঙে দেয়।

এসময় তার পকেটে থাকা নগদ সত্তর হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটে নেয়। তার ভাই আহত নূরুল আবসার কে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে তারা সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন :