আলাউদ্দীন জিহাদ, সোনাগাজী প্রতিনিধিঃ
ইসলামী যুব আন্দোলন সোনাগাজী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজ (৩ আগষ্ট) সোমবার সংগঠনের নিজস্ব কার্যালয় হাজ্বী রহিম উল্লাহ মার্কেট ৪র্থ তলায় নাছির কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী ও শপথ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা জুনায়েদ হাবিবের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক হ্নদয় হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি মাওলানা নুরুল করিম,
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সাবেক সেক্রেটারি ও দেশ দুনিয়া নিউজের সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি জেনারেল মাওলানা সালাউদ্দীন আইয়ুবী।
অন্যদের মধ্যে ছিলেন, মাওলানা জাবের হোসাইন, মাওলানা মিজানুর রহমান হাসিব, নুরুল করিম, মাওলানা একরামুল হক, আব্দুর রহিম, ইয়াসিন হাবীব, ইমাম ফারাবী প্রমূখ। নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতি বৈশ্বিক আন্তর্জাতিক, অর্থনৈতিক বিষয়ে আলোচনা সহ বর্তমান পরিস্থিতিতে যুব সমাজের করণীয় ও দায়িত্বশীলতা নিয়ে আলোচনা রাখেন।
প্রোগ্রাম শেষে শপথ বাক্য পাঠ করিয়ে ২০২০-২১ শেসনের নব কমিটি ঘোষণা করেন ইসলামী যুব আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি জেনারেল মাওলানা সালাউদ্দীন আয়ুবী।
সভাপতিঃ জুনাইয়েদ হাবিব, সহসভাপতিঃ নুরুল করীম, সাধারণ সম্পাদকঃ একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদকঃ ইব্রাহিম হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদকঃ আবদুর রহিম, দফতর সম্পাদকঃ মোহাম্মদ শহিদ, অর্থ সম্পাদকঃ নাসীম আরাফাত, প্রচার সম্পাদকঃ শফি।