শিরোনাম

সোনাগাজীতে স্বামীর নির্যাতনে স্ত্রী মৃত্যু শয্যায়!

আলাউদ্দীন জিহাদ,সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে স্বামীর পাষবিক নির্যাতনের স্বীকার স্ত্রী অসহায় ছকিনা খাতুন। সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের নুর ইসলাম খোনারের নতুন বাড়ীর মৃত মুছা মিয়ার ছেলে নুর ইসলাম এর সাথে একই ইউনিয়নের ছকিনা খাতুনের ১৯৮১ সালে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিগত সময় গুলোতে দুজনের সুখে শান্তিতে সংসার চলে আসলেও বর্তমানে বিচ্ছেদের পথে এই সম্পর্ক। সাম্প্রতিক গত ২৬শে জুলাই স্বামী নুর ইসলামের পাষবিক নির্যাতনের স্বীকার হন ছকিনা খাতুন। যৌতুকের দাবী ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় এই নির্যাতনের স্বীকার হন ছকিনা খাতুন। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের সংসার এখন বিচ্ছেদের পথে। স্ত্রী ছকিনা খাতুন ২৯শে জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ফেনীতে একটি মামলাও দায়ের করেন (মামলা নং-১৪৮/২০২০)।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানাযায়, নুর ইসলাম একজন নারী নির্যাতনকারী, যৌতুক লোভী, পরকিয়া আসক্ত, খোনারী ব্যবসার আড়ালে বিভিন্ন মহিলাদেরকে তাবিজ কবজ দিয়ে শারীরিক ভাবে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। নুর ইসলাম তার স্ত্রী ছকিনা খাতুন কে প্রায় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন এবং বিভিন্ন সময় যৌতুক দাবী করেন। ছকিনা খাতুন জানান, তার সুখের জন্য তার পরিবার কয়েক দফায় নুর ইসলামকে যৌতুক দিয়েছে। যখন ছকিনার পরিবার যৌতুক দিতে অপারগতা করে তখনি রেগে গিয়ে মারধর সহ বিভিন্ন ভাবে লাঞ্চিত করে এই ভন্ড খোনার নুর ইসলাম।

ঘটনার দিন নুর ইসলাম ছকিনার কাছে ২লক্ষ টাকা যৌতুক দাবী করলে সে প্রতিবাদ করায় ছকিনাকে মারধর করে তার বুকের পাজরের হাঁড় ভেঙ্গে ফেলে এবং লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ছকিনা খাতুন এখন মৃত্যু শয্যায়। স্থানীয়রা ছকিনাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আরো জানাযায়, ফেনীতে ছকিনা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে।

ছকিনা খাতুন আরো জানান, ইতিপূর্বে তার প্রতি নির্যাতন করে বার বার ক্ষমা চাওয়ায় এবং সালিশী বৈঠকে লিখিত দেওয়ায় সন্তানদের কথা ভেবে ফিরে গিয়েছেন স্বামীর ঘরে। কিন্তু, বার বার স্বামীর এই অমানসিক নির্যাতনে অসহ্য হয়ে পড়েন ছকিনা।
এলাকাবাসী জানান, ছকিনা একজন ভদ্র এবং নম্র মহি

নিউজটি শেয়ার করুন :