আলাউদ্দীন জিহা, সোনাগাজী প্রতিনিধিঃ
একটি জনবহুল এলাকা সোনাগাজী উপজেলার রাসুলপুর বেশ কিছু দিন যাবৎ রাসুলপুর সংলগ্ন ইতালি মার্কেট রাস্তাটি জনগনের নিপিড়ীত একটি রাস্তায় পরিনত হয়েছে।
ঐ রাস্তা দিয়ে চলাচল অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে জনগণের। দৈনিক প্রায় এক হাজারের মানুষ রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটির দু-পাশ ঘেঁষে প্রায় তিন শতাধিক বাড়ি রয়েছে।
রাস্তাটি এখন নদীতে পরিনত হয়েছে।রাস্তাটির কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কোন ভাবেই পানি কমানো সম্ভব হচ্ছে না। যার কারণে আশেপাশে বাড়ি গুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। দিনদিন মানুষের ভোগান্তি বেড়েই যাচ্ছে।
এলাকার সচেতন নাগরিকগন ৬ নং চরচান্দীয়া ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন ও ৩ নং ওয়ার্ডের শাহজাহান মেম্বারের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছেন, রাসুলপুর সংলগ্ন ইতালি মার্কেট সড়কটি পানির ড্রেনেজ ব্যবস্থা করার জন্য।