শহীদুল ইসলাম মামুন, সোনাগাজী ফেনী প্রতিনিধি:
সোনাগাজী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা সংক্রমণ পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সাপ্লাইয়ে বেগ না পেতে সোনাগাজী উপজেলা সমিতি ঢাকার ৭ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাসের নিকট হস্তান্তর করেন সমিতির পক্ষ্যে সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল, নির্বাহী সদস্য শরিয়তুল্লাহ,আবু নাছের সেলিম, সাংবাদিক কাওছার মাহমুদ, ইন্জিনিয়ার রবিউল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা মিঞা।
সমিতির নেতৃবৃন্দের সাথে আলাপকালে জানা যায়, সোনাগাজী উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সমিতিকে সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই চৌধুরী সাহেব ৫ টি। চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনসুর উদ্দিন ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
এসময় সোনাগাজী সমিতির নেতৃবৃন্দ আত্নমানবতার সেবায় সোনাগাজীবাসীকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল দাস জানান এনিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোট ৫২টি অক্সিজেন সিলিন্ডার যোগ হলো।তিনি এসময় সোনাগাজী সমিতি ঢাকার নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য ইতিপূর্বে দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করে সোনাগাজী সমিতি ঢাকা।