শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বাবুনগরী

ওলামা কন্ঠ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছেন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। সোমবার রাত ৮টা ৩৭ মিনিটে মন্ত্রীর ধানমন্ডির বাসায় প্রবেশ করেন বাবুনগরী। এদিকে হেফাজত নেতারা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরও মন্ত্রীর বাসায় প্রবেশ করতে দেখা গেছে।

হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলামের ব্যক্তিগত সহকারী মোরশেদ বিন নূর বলেন, মাদরাসা খোলা, নেতাদের মুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জুনায়েদ বাবুনগরী। হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদিসহ সংগঠনের অন্যান্য নেতাদেরও তার সঙ্গে মন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা। সাক্ষাতে কওমি মাদ্রাসা খুলে দেওয়া, হেফাজত নেতা কর্মীদের মুক্তি, মামলার বিষয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন :