শিরোনাম

স্বসাপ” দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, সাহিত্যবন্ধন মিলনমেলা 

আমির বিন সুলতান, ওমান, বিশেষ প্রতিনিধিঃ গত ১লা নভেম্বর রোজ শুক্রবার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে আজ সম্পন্ন হলো স্বপ্নকথা সাহিত্য পরিষদ-,স্বসাপ প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে দুই বাংলার সাহিত্য বন্ধন ও আলোচনা সভা।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম এম.পি মাননীয় মন্ত্রী এলজিআরডি মন্ত্রনালয়।উদ্ধোক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহ.আবদুল হান্নান খান সিনিয়র পিপিএম( সমন্বয়ক, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ, ঢাকা।
প্রধান আলোচক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড.এম হেলাল।স্বসাপ উপদেষ্টা ও বিশিষ্ট কবি ও গীতিকার জনাব নূরুল ইসলাম (বিপিএম), বিশিষ্ট কবি গবেষক ও রাষ্ট্র চিন্তক বীর মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান। বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট লেখক জনাব এম.আর.খান আদনান ও কবি,গীতিকার, প্রকাশক ও প্রতিষ্ঠাতা কেকেবি জনাব মামুনুর রশিদ ও সফেন প্রতিষ্ঠাতা ও লেখক ড. আসাদুজ্জামান । কবি নির্মলেন্দু গুন দুই বাংলার আজীবন সম্মান গ্রহণ করেন। বিশেষ সম্মান গ্রহণ করেন মিয়া মুজিবুর, নূরুল ইসলাম বিপিএম, ড.এম হেলাল , এম আর খান আদনান, রোকসানা সুখী। বাৎসরিক সেরা কবি, সংগঠন ও সংগঠক সন্মান গ্রহণ করেন । স্বপ্নকথা প্রকাশনার ১০টি বইয়ের সাথে মোড়ক উন্মোচিত হয় কবি রোকসানা সুখীর ৪র্থ একক কাব্যগ্রন্থ ‘নরাধম তোমাকেই বলছি’ অনুষ্ঠানটিতে অংশ নেন দুই বাংলার ৮০ টি সংগঠন।

প্রথম অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি ও সম্পাদক- মাহমুদুল হাসান নিজামী, প্রধান আলোচক- জাকির আবু জাফর, আলোচক- মুহাম্মদ আশরাফুল ইসলাম, ছড়াকার- আতিক হেলাল, মৌচাক প্রতিষ্ঠাতা বাদল কৃষ্ণবণিক , বিশেষ আলোচক দিগন্তের আলো ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আশ্রাফ আলীম, কবি আনোয়ার মজিদ, কবি মনির ইসলাম, সহ বহু কবি ও সংগঠক। কবিতা, আবৃত্তি, নাচ, গান ও অতিথিদের বিশেষ আলোচনা ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন :