ওলামা কন্ঠ ডেস্ক: ভোলা, লকডাউন সফল করার জন্য কঠোর অবস্থান নিয়েছে জেলা, উপজেলা প্রশাসন। স্বাস্থ্য বিধি না মেনে চলা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত এবং মাইকিং করে প্রচারণা চালাচ্ছে। সাথে রয়েছে নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদ্যস্যরা। স্বাস্থ্যবিধি না মানায় ৫৯ টি মামলায় ৬৫ জনকে ৭৫৪০০ টাকা অর্থদণ্ড এবং ৪ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সারা দেশের মত দক্ষিণাঞ্চলেও চতুর্থ দিনের মত কঠোর লাকডাউন চলছে। আইন-শৃংখলা বাহিনী মাঠে তৎপড়তার মধ্যে বরিশাল মহানগরীসহ দক্ষিণাঞ্চলের প্রতিটি শহর সহ উপজেলা পর্যায়ে রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্বম বরিশাল নদী বন্দরেও কার্যক্রম বন্ধ। দক্ষিণাঞ্চলে অভ্যন্তরীন ও আঞ্চলিক অন্তত ৫০টি রুটে সড়ক পরিবহন বন্ধের পাশাপাশি ৩০টি নৌ রুটেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।