ওলামা কণ্ঠ ডেস্ক: প্রত্যক্ষদর্শীরা জানান, বর-কনেবাহী একটি মাইক্রোবাস হুমায়ূন রশিদ চত্বর এলাকায় আসলে পুলিশ গাড়িটি আটকায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে জরিমানা করেন। আর সড়কে তাদের আটকে দেয় পুলিশ। পরে বর-কনেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শুক্রবার ২ জুলাই’২০২১ বিকালে সিলেট নগরীর হুমায়ূন রশিদ চত্বর এলাকায় গাড়ি আটকে বর-কনেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
লকডাউন ঘোষণার আগেই ধার্য হয়েছিল বিয়ের তারিখ। কঠোর লকডাউনের পর তারিখ পেছাতে না পারায় তারা সীমিত পরিসরে বিয়ে করেন। পরে কনেকে নিয়ে মাইক্রোবাসে ফিরছিলেন বর।
বরপক্ষের লোকজনের দাবি, লকডাউন ঘোষণার আগেই বিয়ের তারিখ ধার্য করা হয়েছিল। তারিখ পেছাতে না পারায় তারা সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
এদিকে কড়া লকডাউনের মধ্যেও চলছে বিয়ে-শাদি। অনেকটা লুকিয়ে আয়োজন করা এসব বিয়ের খবর ফাঁস হয়ে গেলে পণ্ড হচ্ছে অনুষ্ঠান, গুণতে হচ্ছে জরিমানাও। কড়া লকডাউনের মধ্যেও বিয়ে-শাদির কারণে শুক্রবার সিলেট নগরী ও ছাতকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় আয়োজন করা হয়েছিল বিয়ের। সরকারি বিধিনিষেধ অমান্য করে এমন আয়োজন করায় জরিমানা গুণতে হয়েছে অর্ধলক্ষ টাকার। উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে এই জরিমানা করা হয়।
ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপস শীল এই জরিমানা করেন। এ সময় বর ও কনে পক্ষের মুচলেকাও নেন তিনি। শুক্রবার দুপুরে এই অভিযান চালানো হয়।
প্রশাসনের অভিযানের পর ভেস্তে যায় বিয়ের আয়োজন। এসময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।