শিরোনাম

“হইওনা বেসামাল” : সুমন তালুকদার

একটি ডালে বসে আছে
নিঃসঙ্গ এক কাক
ওই গাছেরই নিচে ছিলো
হিংস্র একটি বাঘ!

কাকের মনে অনেক দুঃখ
চোখে অশ্রু ঝরে
সেই না অশ্রু বৃষ্টির মতো
বাঘের গায়ে পরে!

বাঘটা হঠাৎ চমকে উঠে
করলো ভীষণ রাগ
মিষ্টি করে কাকটাকে সে
কাছে দিলো ডাক!

বাঘের মনে দুষ্ট বুদ্ধি
কাক কে করবে দুভাগ
বাঘের বুদ্ধি বুঝে কাকে
খুঁজে পালাবার ফাঁক!

ওই গাছেতেই ছিলো একটি
মৌমাছিদের বাসা
মৌমাছিদের কাছে গিয়ে
প্রকাশ কাকের ভাষা!

কাক টা বললো স্বামী আমার
ভেঙ্গে দিছে পাখা
তারই ঘরে আমায় নাকি
যাবেনা আর রাখা!

অন্য একটি বিয়ে করে
আনছে নতুন বৌ
এখন নাকি আমি তাহার
হইনা যে আর কেউ!

কাকের দুঃখে মৌমাছিদের
চক্ষু ভাসে জলে
আজকে থেকে তুমি থাকবে
আমাদের এই দলে!

মৌমাছিদের রানীর হুকুম
বাঘকে ধরে কামড়া
লবণ মরিচ মাখিয়ে দে
উঠিয়ে তার চামড়া!

মৌমাছিদের কামড় খেয়ে
বাঘটা দিশেহারা
অবশেষে কুল হারিয়ে
প্রাণে গেলো মারা!

একটি কথাই বলবো আমি
দাড়াও দুখীর পাশে
মানুষগুলো অন্যের দুখে
কেমন করে হাসে!

দুখী জনের দুঃখ কিন্তু
থাকেনা চিরকাল
ভালো মনের মানুষ যে হও
হইওনা বেসামাল!!

নিউজটি শেয়ার করুন :