শিরোনাম

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারি আজ

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। সরকারি অনুমোদিত দুই শাখার জন্য ১২০ জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবেন। কিন্তু ২৭২ জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ফরম নিয়েছেন স্কুল থেকে। প্রতিবছর ভর্তি পরীক্ষা দিয়ে এ সিট ফিলাপ করা হয়। কিন্তু মহামারি করোনার জন্য পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই একটি আহ্বায়ক কমিটি গঠন করে লটারি করা হবে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকাল ১০টার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে লটারি করা হবে।

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে লটারি করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ রাসেদুজ্জামানকে কমিটির আহ্বায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান ও স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে সদস্য করে কমিটি গঠন করা হয়। আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকাল ১০টার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে লটারি করা হবে।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ রাসেদুজ্জামান জানান, আমরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীরের নির্দেশনায় লটারির মাধ্যমে এ বছর লৌহজং উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তি নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :